নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে থানা ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যাণেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ভিপি মোজ্জামেল হক জুয়েল। রক্তদান কর্মসূচিতে অংশ নেন থানা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েলসহ আরো অনেকে।