নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিশুর লিঙ্গ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।৫ বছরের সেই শিশুটির নাম নবী।সে মালশেয়াপ্রবাসী রাজ্জাকের ছেলে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ অমানবিক কাজ করে।
নবীর পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশী আনারের সঙ্গে আহত শিশু নবীর বাবার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এরই জের ধরে দুপুরে আনারের ছেলে আশরাফ নবীকে তাদের ঘরে ডেকে নিয়ে লিঙ্গের কিছু অংশ কেটে ফেলেন। চিৎকার করলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে আড়াইহাজার থানা পুলিশের অফিসার–ইন–চার্জ (ওসি) এমএ হক বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।