নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( অড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে বাচ্চু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সে ঢাকার উত্তরখান থানাধীন দক্ষিনখান এলাকার আশরাফ আলীর ছেলে। মঙ্গলবার ভোর পৌনে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সাতগ্রাম ইউনিয়নের শিমুলতলী এলাকায় এই ঘটনা ঘটে। র্যাবের এসআই নির্মলের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়েছে।
এসময় র্যাবের কনস্টেবল আক্কাস আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।