নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে মোজাম্মেল (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার সুলতানসাদী এলাকার শ্মশানঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বাবা ওলিউল্লাহ জানান, শনিবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর সকালে লোক মুখে জানতে পারি সুলতানসাদী শ্মশানে একটি লাশ পড়ে আছে। ঘটনাস্থেলে এসে আমার ছেলেকে শনাক্ত করি।
আড়াইহাজার থানার এস আই কাশেম জানান, সে উপজেলার জাঙ্গালীয়া এলাকার ওলিউল্লাহর ছেলে। খবর পেয়ে তার স্বজনেরা এসে লাশটি শনাক্ত করে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, নিহতের ঘায়ে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।