আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে শুক্রবার (২০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৯৩ হাজার টাকা জরিমানা করেছেন। স্থানীয় গোপালদী বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মহসিনকে ৩০ হাজার, দুলহাসকে ১৫ হাজার ও সবুর উদ্দিনকে ১০ হাজার, চাল ব্যবসায়ী আলেককে ৮ হাজার, উত্তম সাহাকে ১০ হাজার, ফুয়াদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সোহাগ হোসেন পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট সোহাগ হোসেন বলেন, ভোক্তাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্য আদায়ের অপরাধে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

add-content

আরও খবর

পঠিত