নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারের কালাপাহাড়িয়ার মধ্যারচর এলাকার ব্যবসায়ী অহিদ রহমান ওরফে পশিদ হত্যায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে। নিহতের ভাই শহীদউল্যাহ বাদী হয়ে বৃহম্পতিবার (২৩ মে) রাতে মামলাটি করেন।
ঘটনার পর থেকে নিহতের সহযোগী কাওসার পলাতক রয়েছে। বাদীর অভিযোগ, কাওসারের সহযোগিতায় তার লোকজন মিলে তার ভাইকে শ্বাসরোধে হত্যা করেছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
অহিদুর রহমান ওরফে পশিদ বুধবার বাড়ি থেকে স্থানীয় বিশ্বনন্দী এলাকায় ফেরিঘাটে যায়। রাতে সে বাড়িতে ফিরেনি। গত ২৩ মে মধ্যারচর পূর্বপাড়া এলাকার নীলু হাজির ধইঞ্চা ক্ষেতে মরদেহ পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে।