আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) রাত দুইটার দিকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দী গ্রামের ব্যবসায়ী রফিক মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ৭-৮ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল উজান গোবিন্দী গ্রামের রফিকের বাড়ির মেইনগেইটসহ বিল্ডিংয়ের কলাপসল গেইটের তালা কেটে ঘরে প্রবেশ করে। আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের লোকজনদের জিম্মি করে ৪৫ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার, দুইটি দামি মোবাইল সেট ও অন্যান্য মূল্যবান আসবাবপত্রসহ অন্তত দুই লাখ টাকার মালামাল লুটে করে নিয়ে যায়।

পরে তারা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে ডাকাতদল আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। ডাকাতদের প্রত্যেকেই মুখোশ পরা ছিল।

খবর পেয়ে শুক্রবার (১০ মে) সকালে আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে এখনও অভিযোগ দায়ের করা হয়নি।

add-content

আরও খবর

পঠিত