নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ২৪ পিস বিয়ারসহ মেহেদী হাসান (২৩) নামে একব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় মাহমুদপুর ইউপি কল্যান্দী পূর্বপাড়া এলাকার বাবুল ভূঁইয়ার ছেলে। রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
শনিবার গভীর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধৃত মেহেদী হাসানের সহযোগি জামাল নামে একব্যক্তি পালিয়ে গেছেন। তিনি একই এলাকার রফিকের ছেলে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।