নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বালতির পানিতে ডুবে আমেনা (৩) নামে এক শিশু মৃত্যু হয়েছে। ৪ঠা সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক সুমন ঘটনাটি সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন। আমেনা ওই গ্রামের বাসিন্দা দেলোয়ারের মেয়ে।
শিশু আমেনার বাবা দেলোয়ার জানান, শুক্রবার সকালে আমেনাকে খুজেঁ পাওয়া যাচ্ছিলো না। পরে বাথরুমের ভেতর বালতির পানিতে তাকে পাওয়া গেলে দ্রুত আড়াইহাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।