নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে ৯ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকরা হলো, স্থানীয় ভাজবী এলাকার মতিনের ছেলে নাঈম, মতিন মিয়ার ছেলে নাসির, দুপ্তারা এলাকার শ্রী র্দুগা ছেলে শ্রী গোপাল, কালিবাড়ি মনিপাড়া এলাকার রামধনের ছেলে হরেকৃঞ্চ, স্যতবান্দি এলাকার তাইজুল ইসলামের ছেলে ইসমাইল, নরসিংদী জেলার মাধবদীর নোয়াকান্দি এলাকার ছালামের ছেলে সজিব, রব মিয়ার ছেলে রুবেল, নাটোর জেলার বাগাতি থানাধীন আলীগাছা এলাকার খলিলুরে ছেলে মাহাবুব ও সিদ্ধিরগঞ্জের সানাইপাড়ার নিমাইকামার এলাকার আবদুল রশীদের ছেলে দুধ মিয়া ওরফে পাখি।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, আটকদের নামে মামলা হয়েছে। বৃহম্পতিবার (৪ এপ্রিল) সকালে তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।