নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ব্যবসায়ী অহিদ রহমান ওরফে পশিদ হত্যায় জড়িত সন্দেহে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) আদালতে তিনজনকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে জেলার রূপগঞ্জ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, জেলার আড়াইহাজারের মধ্যারচর এলাকার মন্তাজ উদ্দিনের ছেলে এরশাদ মিয়া, তার ছেলে সাইজুর ও মেয়ে তাসলিমা আক্তার।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আদালতে তিনজনকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। অহিদুর রহমান ওরফে পশিদ ২২ মে সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। রাতের যেকোনো সময় তিনি হত্যাকাণ্ডের শিকার হন। ২৩ মে মধ্যারচর পূর্বপাড়া এলাকার নীলু হাজির ধৈইঞ্চা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের দিন নিহতের ভাই শহীদ উল্যাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।