নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ধর্ষণ মামলার আসামি আল-আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। সে নরসিংদী থানাধীন চৌঘরিয়া এলাকার আফাজউদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত ছাবেদ আলী স্পিনিং মিলের শ্রমিক কাজ শেষে বাড়ি ফেরার পথে ৫ মে স্থানীয় রাস্তা থেকে তুলে নিয়ে একটি পরিত্যক্ত ইটভাটায় একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে পালিয়ে যায় আল-আমিন। এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে মঙ্গলবার একটি মামলা করেন। আড়াইহাজার থানার ওসি এম এ হক গ্রেফতারের বিষয়টি শনিবার (১২ মে) নিশ্চিত করেছেন।