নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া দুইটার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামের ব্যবসায়ী হাজী আব্দুর ররের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
গৃহকর্তা আ: রউফ জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ১০/১২ জনের ডাকাতদল গিরদা গ্রামে তার বিল্ডিংয়ের দোতালার বারান্দার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে তাকে ও তার স্ত্রী দেলোয়াররা বেগমের হাত বেঁধে ফেলে। পরে আগ্নেয়ান্ত্র দিয়ে পরিবারের সকল সদস্য সদস্য জিম্মি করে ডাকাতদল একে একে সকল আলমিরা থেকে নগদ দেড় লাখ টাকা, ৭০ ভরি স্বর্নালংকার ও দুটি মোবাইল ফোনসহ প্রায় ৩৮ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।