আড়াইহাজারে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১জন নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। বুধবার (২৭ মে) বিকাল থেকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে ইজারকান্দী গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। এসসময় জালালউদ্দিনের ছেলে আইয়ুব নামে একজন যুবক মৃত্যুবরণ করেন।

সূত্র জানায়, কালাপাহাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক মেম্বার হক সাহেব ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম গ্রুপের মধ্যে বিকালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযাগের ঘটনাও ঘটেছে।  ওইসময় উভয় পক্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে আইয়ুব মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আড়াইহাজার থানা পুলিশ অবস্থান নিয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছি। এখন স্বাভাবিক রয়েছে।

add-content

আরও খবর

পঠিত