নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডোবার পানিতে ডুবে হাছিব নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) আড়াইহাজার পৌরসভার গাজীপুরা গ্রামের এ ঘটনা ঘটে। নিহত হাছিব স্থানীয় আল আমিনের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকাল থেকে হাছিবকে খুজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজা খুঁজির পর দুপুরে বাড়ীর পাশের ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর শেখ তাকে মৃত ঘোষণা করেন। এ বিষর্য়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানা নেই। এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ বা তথ্য জানানো হয়নি।