আড়াইহাজারে ডাকাত দলের সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে সেলিম নামে আন্তজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নরসিংদীর মাধবদী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সেলিম আড়াইহাজারের দুপ্তারার গির্দা এলাকার মিজানুর রহমানের ছেলে। এর আগে একই ঘটনায় ডাকাত দলের আরো দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, সেলিমের কাছ থেকে সাপ্তাহিক আমার কণ্ঠ নামে একটি পত্রিকার আইডি কার্ড উদ্ধার করেছে পুলিশ। এর আগে একটি ডাকাতির মামলায় ডাকাত সন্দেহে কথিত আমার কণ্ঠের সম্পাদক আলম খানকে পুলিশ গ্রেফতার করে।

স্থানীয় গির্দা এলাকায় কাপড় ব্যবসায়ী রউফ মিয়ার বাড়ির দ্বিতীয় তলা গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ ও নগদ অর্থসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। পরে থানায় অজ্ঞাত ১০ থেকে ১২ ব্যাক্তিকে আসামি করে ডাকাতির একটি মামলা করা হয়। ঘটনাস্থলে ডাকাতদের ফেলে যাওয়া মোবাইল সেটের সূত্র ধরে পুলিশ তাদের চিহ্নিত করতে সক্ষম হয়।

add-content

আরও খবর

পঠিত