নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এরা হলেন, ডেমরা থানাধীন মাতুয়াইল মাদরাসা বাজার এলাকার মেহের আলীর ছেলে আলমগীর (৫৩), ভোলা জেলার লালমহন থানাধীন নয়নি এলাকার সিদ্দিকের ছেলে আমজাদ (২০), স্থানীয় উচিৎপুরা এলাকার শফিকুলের ছেলে সোহাগ (১৯), নগরডৌকাদী এলাকার শাহআলমের ছেলে হাসান (১৯) ও শালমদী এলাকার নোয়াব আলীর ছেলে তৈয়ব আলী (৩৫)। সোমবার সকালে তাদের বিরুদ্ধে মামলা শেষে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রোববার গভীর রাতে স্থানীয় নোয়াপাড়া এলাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের পেছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের দাবি ধৃতব্যক্তিরা অস্ত্রশস্ত্র নিয়ে আশপাশের কোনো বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ধৃত ব্যক্তিরা নোয়াপাড়া এলাকায় অবস্থিত ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের আশপাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, একটি শাবল, একটি স্টীলের টিপ ছুরি, একটি তালা কাটার হ্যামার ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।