নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসছে ঈদ । আড়াইহাজারে বিভিন্ন ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিংমলগুলোতে উপচে পড়া ভীড়। জমজমাট উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে শুরু করে রাত গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখর বিপণিবিতানগুলো।
ঈদকে সামনে রেখে আড়াইহাজারবাসী পরিবার-পরিজনের জন্য ঈদ কেনাকাটায় এখন ব্যস্ত। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভিড় বেড়ে যাচ্ছে কয়েকগুন। মার্কেটগুলোতে সকালে ভিড় কম থাকলেও ইফতারের পর যেন তিল ধারণের ঠাঁই হচ্ছে না।
প্রাণকেন্দ্রে গড়ে উঠা মার্কেটগুলো ঘুরে দেখা যায়, স্রোতের করে ডুকছে মানুষ। সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষ ঈদ কেনাকাটা করতে মার্কেটগুলোতে আসতে থাকেন। বৃষ্টি অপেক্ষা করেই পরিবার-পরিজন নিয়ে আসা মানুষজনকে সাধ্যমতো কেনাকাটা করতে দেখা গেছে। পিকিং মার্কেটে একছাদের নীচে সব ব্র্যান্ডের পোশাক ও কসমেটিক্স পাওয়া যাচ্ছে। এতে এ মার্কেটে ক্রেতাদের ভিড় বেশী লক্ষ্য করা গেছে।
আড়াইহাজার পৌরসভা বাসিন্দা জাকিয়া সুলতানা বলেন, পিকিং মার্কেটে প্রতিবছর ঈদকে কেন্দ্র করে নারীদের পছন্দের নানা ধরনের পোশাকের সমরোহ ঘটে। এ বছরও তার ব্যাতিক্রম হয়নি। এখানে নিরাপত্তা দিকটাও যথেষ্ঠ ভালো। দামও নাগালের মধ্যেই।
পৌরসভা বাজারের দুবাই প্লাজায় কেনাকাটা করতে আসা সরকারি চাকরীজীবি বাবুল ইসলাম বলেন, এখানে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি সব সময়। আয়তনে বড় হওয়ায় অন্যশপিং মলের মতো ধাক্কাধাক্কি হুড়োহুড়ি নেই। স্বপরিবারে এ মার্কেটে কেনাকাটা করতে এসেছি। মানুষের চাপ অনেকটা বেশি। তবে শপিং মলের আকার বড় হওয়ায় সেটি খুব বেশি অনুভব হয়নি। খোলামেলা পরিবেশ থাকায় হুড়োহুড়ি ছাড়াই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছি। পোশাক কেনার পর বিদেশি ব্র্যান্ডের অরিজিনাল সব কসমেটিক্স কিনতে একবারের জন্য হলেও ক্রেতারা ঢুঁ মারছেন পিকিং মার্কেটের দ্বিতীয় তলায়।
এখানকার শহিদুল ফ্যাশনের মালিক শহিদ জানালেন, ঈদের কেনাকাটায় মূলত মার্কেটের ব্যবসায়ীদের সুনামের কারণেই ক্রেতারা আসছেন। এছাড়া নিয়মিত ক্রেতাও আছেন।
তিনি বলেন, এ বছর ভারতীয়বাংলা ভজগুবিন্দ সিরিজে অভিনেত্রী ডালি চৌধুরীর পরিহিত পোশাকের হিট বেচাকেনা চলছে। দাম ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। জামাটি জর্জটের কাপড়ে পুঁথি বসানো হাতের কাজ।
পিকিং মাকের্টের দ্বিতীয় তলায় জ্যামস ফ্যাশনের মালিক আলী আহসান জানালেন, পুরুষরা ফেসওয়াশ, মুখের ক্রিম, চুলের জেল, বডি ম্প্রে ও পারফিউম ক্রেতারা কিছেন। এছাড়াও মহিলাদের জন্য রয়েছে ফেস পাউডার, আই লাইনার, লিপস্টিক, বিউটি বক্স ও মেহেদি ইত্যাদি বেশি কিনছেন ক্রেতারা। এছাড়া নিয়মিত রূপচর্চার সামগ্রীরও বিক্রি হচ্ছে ভালো।