আড়াইহাজারে ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে জিসান (২০) নামে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক জিসান ওই এলাকার শামীমের ছেলে। রবিবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে।  সোমবার (১৫ এপ্রিল) ছিনতাইকারী জিসানকে আদালতে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, ঢাকা সিলেট মহাসড়কের বান্টি এলাকা থেকে পুরিন্দা পর্যন্ত বেশ কয়েকটি স্পটে জিসানসহ ১০-১২ জনের একটি ছিনতাইকারী চক্র প্রাইভেটকারের গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে রাতে ছিনতাই করে থাকে।

রবিবার রাতেও তারা পাঁচরুখী এলাকায় প্রাইভেটকারের গতিরোধ করে যাত্রীদের ওপর হামলা চালায়। গাড়ির লোকজনের আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে জিসানকে আটক করে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানার ওসি আক্তার হোসেন জানান, আটক জিসান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাই চক্রের বাকি সদস্যদের নাম প্রকাশ করেছে। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাকিদের আটকের জন্য পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। সোমবার জিসানকে আদালতে পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত