আড়াইহাজারে ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় আটক ১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আড়াইহাজারের ইসলামপুর এলাকায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রী সুরাইয়া (৮) এর লাশ উদ্ধারের ঘটনায় কবির মিস্ত্রী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে স্থানীয় ঘায়েনপাড়া এলাকার তারা মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, সন্দেহভাজন হিসেবে শুক্রবার বিকেলে কবির মিস্ত্রিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাবে।

প্রসঙ্গত, নিখোঁজের ১২ দিন পর শুক্রবার দুপুরে স্থানীয় কুদ্দুছের পরিত্যক্ত বাড়ি থেকে পুলিশ সুরাইয়ার লাশ উদ্ধার করে। চলতি মাসের ৭ তারিখ বিকালে সুরাইয়া বাড়ির পাশে একটি মাঠে খেলতে গিয়ে ফিরে আসেনি।

পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। সে ওই এলাকার অহিদ মিয়ার মেয়ে ও স্থানীয় নুরানী মাদ্রাসার ছাত্রী। এ ঘটনায় নিহতের বাবা অহিদ মিয়া বাদী আড়াইহাজার থানায় একটি সাধারণ ডাইয়েরী করেন।

add-content

আরও খবর

পঠিত