আড়াইহাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে শনিবার দিবাগত রাত  দেড়টায় থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানকে কুপিয়ে জখম করা হয়েছে সময় তার বাম হাত ভেঙে ফেলা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ব্রাহ্মন্দী ইউনিয়নের ইকবারদী এলাকায় এই ঘটনা ঘটে

জানা গেছে, রবিবার সকালে ফের তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আহত ছাত্রলীগ নেতা স্থানীয় আব্দুল গাফ্ফার মাস্টারের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেরেও কাউকে আটক করতে পারেনি। এদিকে স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু তার স্ত্রী ডাক্তার সায়মা ইসলাম ইভা তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছেন

আহতের ভাই মাহমুদুল হাসান রুবেল জানান, শনিবার দিবাগতরাত দেড়টার দিকে হঠাৎ থেকে ১০ জন মুখোশধারী অস্ত্রধারী লোক প্রথমেই মাহবুবুর রহমানের শোবার ঘরে প্রবেশ করে। পরে তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। সময় তার বামহাত ভেঙে ফেলা হয়েছে এবং মাথায়ও ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েটি আঘাত করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি এম হক বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুবৃর্ত্তদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে

add-content

আরও খবর

পঠিত