নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে দুইশত লিটার চোলাই মদসহ জনি ও কাজল নামে দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ঘটনাস্থল থেকে মদ পরিবহনের কাজে ব্যবহৃত (নারায়ণগঞ্জ-থ: ১১-২০০৫) একটি সিএনজি জব্দ করা হয়। রোববার (৩ মার্চ) রাত ১২টায় উপজেলার বিশ্বনন্দী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাসির।
গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই নাসির জানান, চোলাই তৈরি মদ স্থানীয় রামচন্দ্রী এলাকায় পাঁচারের উদ্দেশ্যে বিশ্বনন্দী বাজারে একটি সিএনজিতে তোলা হচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় চারটি চটের বস্তায় সংরক্ষিত অবস্থায় ২০০ লিটার চোলাই তৈরি দেশীয় মদ উদ্ধার করাসহ জনি ও কাজল নামে দুই সহোদরকে আটক করা হয়েছে। আটককৃতরা স্থানীয় রামচন্দ্রী এলাকার খোকনের ছেলে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। সোমবার (৪ মার্চ) সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।