আড়াইহাজারে চেয়ারম্যানের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্লাহ আমান এর মামলায় কাইয়ুম (৩৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।  এর আগে গত সোমবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ইউপি সদস্য কাইয়ুম এর নামে ওয়ারেন্ট ছিলো। সেই মামলায় তাকে গ্রেফতার করে কোর্টে চালান করে দেওয়া হয়েছে।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্লাহ আমান বলেন, বেশ কিছু দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য কাইয়ূম আমাকে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল হুমকীধমকী প্রদান করেন। পরে আমি থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করি।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত শওকত বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জের আদালত থেকে গ্রেফতারকৃত ইউপি সদস্যের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত