আড়াইহাজারে গৃহকর্মীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে জরিনা আক্তার জরি (৩০) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ অক্টোবর) সকালে গোপালদী পৌরসভাধীন বেপারী পাড়া গ্রামের চাল ব্যবসায়ীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত জরিনা স্থানীয় দয়াকান্দা নয়াপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের মেয়ে বলে জানিয়েছেন পুলিশ।

স্থানীয় গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি মাহফুজ জানান, জরিনা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী মজিবুরের বাড়িতে থেকে গৃহস্থালীর কাজ করত। ওই বাড়িতেই একটি ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব হবে।

তদন্ত কেন্দ্রের ওসি আরও জানান, এ ঘটনায় আপতত একটি অপমৃত্যুর মামলা হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে পরিবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

add-content

আরও খবর

পঠিত