নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে গরম পানির ট্যাঙ্ক থেকে সখিনা (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় কলাগাছিয়া এলাকার ইব্রাহিমের স্ত্রী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গোপালদী পৌরসভাধীন মোল্লারচর এলাকায় অবস্থিত ব্যাটারির সামগ্রী উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের কিছু অদূরে একটি ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে ওসির নেতৃত্বে স্থানীয় গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা লাশ উদ্ধার করেন। এর আগে বৃহস্পতিবার রাতে যেকানো সময় ঘটনাটি ঘটেছে। প্রতিষ্ঠানটি চীনা নাগরিকরা পরিচালনা করছেন বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন। পাশাপাশি ভিক্ষাবৃত্তি করতেন। ট্যাঙ্কের পাশে ছিঁড়া রুটির কিছু অংশ পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় গরম পানির ট্যাঙ্কের পাশে বসে তিনি রুটি খাবার খাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত পড়ে থাকতে পারেন। তার শরীরিরে কিছু অংশ ঝলসে গেছে। তবে লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে।