নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে দরিদ্র ঘরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গবার দুপুরে এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে আরও একজন অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করে।
ধর্ষিতার পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সোমবার (১৫অক্টোবর) উপজেলার মোল্লারচর গ্রামের কিশোরীর মা বাজারে পিঠা বানিয়ে রাত পর্যন্ত বিক্রি করে থাকে। আর বাবা অসুস্থ অবস্থায় বিছানায়। সোমবার তার মা কাজ করতে বাড়ি থেকে বেড়িয়ে পড়ে। ওই দিন সন্ধা সাতটায় পরিবারের সদস্যদের জন্য ধর্ষিতা কিশোরী চুলায় রান্না বসায় ওই সময় একই এলাকার তারই ফুফা আব্বাছ আলীর ছেলে লম্পট শেখ ফরিদ (২২), চাচা নাজিম উদ্দিনের ছেলে সাইফুল (২৫), প্রতিবেশী ইব্রাহিমের ছেলে সফিকুল (২০) ও অজ্ঞাত আরো একজন মিলে কিশোরিটিকে জোর করে মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। কিশোরিটিকে মোল্যারচর এলাকার আজিজ মাষ্টারের বাগানে নির্জন স্থানে নিয়ে তার হাত ও মুখ লুঙ্গি দিয়ে বেঁধে চার জন মিলে গণধর্ষণ করে। ওই সময় কিশোরিটির প্রচন্ড রক্ত ক্ষরনের কারণে সে অজ্ঞান হয়ে পড়লে চার নরপশু তাকে ঘটনাস্থলে ফেলে চলে আসে। রাত ৯টার দিকে ধর্ষিতা কোন মতে বাড়িতে এসে পিতা-মাতাকে ঘটনাটি জানালে রাতেই ধর্ষিতাকে নিয়ে থানা পুলিশের শরনাপন্ন হয় ধর্ষিতার মা।
আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, সকালে খবর পেয়ে এ ব্যাপারে থানায় একটি ধর্ষণ মামলা নেওয়া হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।