নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে পুলিশ একই পরিবারের তিন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছেন। রবিবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, স্থানীয় ছোট বিনাইরচর এলাকার হাজি নুরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান খাঁন। তার বিরুদ্ধে একটি মামলায় এক বছর অপর তিনটি মামলায় ৬ মাস করে দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। তার সহোদর সায়েদুজ্জামান খাঁনের বিরুদ্ধে একটি মামলায় এক মাস অপর আরেকটি মামলায় তিন মাস ও আরেক সহোদর কামরুজ্জামান খাঁনের বিরুদ্ধে একটি মামলায় একমাস অপর আরেকটি মামলায় তিন মাস কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার সকালে তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
মনিরুজ্জামান স্থানীয় ছোট বিনাইরচরের জামান ম্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার পরিবারের সদস্যরাও একই প্রতিষ্ঠানের অংশীদার। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, রায়ের পর থেকে আসামিরা পলাতক ছিলেন।
ওসি আরো বলেন, অপরদিকে ২০১৯ সালে আদালতে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি স্থানীয় নয়াপাড়া খলিলের বাড়ি এলাকার খলিলের ছেলে সেলিমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ২০১৮ সালে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি স্থানীয় বান্টিপাঁচরুখী এলাকার আব্দুর রহমানের ছেলে শাহজালালকেও গ্রেফতার করা হয়েছে।