নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ছয় জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ৯ নভেম্বর শনিবার স্থানীয় জোকারদিয়া মাঝিপাড়া কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন বেলায়েত হোসেন তার ভাই আনোয়ার ও শফিকুল, ভাগ্নে জয়নাল, মামি জমেলা বেগম ও শাহজালাল। এরা সবাই স্থানীয় কাদিরদিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
আহত বেলায়েত জানান, জোকারদিয়া এলাকায় একটি জমিতে ধানের বীজ রোপণের প্রস্তুতি চলছিল। আমাদের না জানিয়ে জমির পানি নিস্কাশন করে মাছ ধরছিল জোকারদিয়া এলাকার মনির, হাবিবুর ও সফর আলী। এতে তিনি বাধা দেন।
তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মামি জমেলা গেলে তাকেও মারধড় করা হয়। এক পর্যায়ে আমার পরিবারের অন্য সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে একই পরিবারের অত্যন্ত ছয় জন আহত হয়েছেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।