আড়াইহাজারে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ১০০পিস ইয়াবাসহ সাহাবুদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার (৩১ জানুয়ারী) রাত ৯টার দিকে গাজীপুরা ফিসারির কাছ থেকে ইয়াবা কেনা-বেচার সময় তাকে গ্রেফতার করা হয়। সাহাবুদ্দিন আড়াইহাজার পৌরসভার গাজিপুরা গ্রামের মৃত ইউসুফ ওরফে ইসার ছেলে ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম। তিনি জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শনিবার ৫ দিনের রিমান্ড চেয়ে আসামি সাহাবুদ্দিনকে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় সাহাবুদ্দিনের কাছ থেকে ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

add-content

আরও খবর

পঠিত