নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ২০ পিস ইয়াবাসহ আলমগীর (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় উলুকান্দী এলাকার সরুজ মিয়ার ছেলে। রবিবার (২৯ ডিসেম্বর) তার বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। শনিবার রাত ১টায় তাকে স্থানীয় গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ উলুকান্দি বালুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে। গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ নাসির আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।