আড়াইহাজারে ইফতার নিয়ে সংঘর্ষে আহত-৫

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে টেকপাড়া গ্রামে ইফতারকে কেন্দ্র করে বড়বাড়ি মসজিদে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মে) সন্ধ্যায় বড়বাড়ি মসজিদে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টেকপাড়া গ্রামে বড়বাড়ি এলাকায় অ্যাডভোকেট আজহারুল কবির জাহাঙ্গীরের নেতৃত্বে একটি মসজিদ দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। সেই মসজিদটি বর্তমানে তিন তলা নির্মাণাধীন। রোজা উপলক্ষে আজকে সে মসজিদে ইফতার নিয়ে আনোয়ার হোসেনের পক্ষের সঙ্গে আব্দুল্লাহর পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় এক পক্ষ আরেক পক্ষকে ইট পাটকেল ছুড়ে মারলে এতে অন্তত পাঁচজন আহত হয়। হাবিবুর নামে একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আব্দুল্লাহ বলেন, আমি ইফতার চাইতে গেলে আনোয়ার হোসেন আমার প্রতি ক্ষোভ প্রকাশ করে। পরে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হলে আনোয়ার হোসেনের ছেলে আমাকে মারতে আসে। এ সময় আমাকে সেখান থেকে সরিয়ে দিতে যেতে আসলে আমার পক্ষের লোকজন আমাকে সরিয়ে নিয়ে যেতে চাইলে আনোয়ার হোসেন আমাকে লাঠি দিয়ে বাড়ি দিলে তা ছেলে হাবিবুরের মাথায় লাগে। এতে করে হাবিবুর তার বাবার লাঠির আঘাতে আহত হয়।

এই বিষয়ে আনোয়ার হোসেন সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি ইফতার দিতে গেলে আব্দুল্লাহ জোর করে বেশি নিতে চায়, তাকে না দেওয়ায় সে আমার সঙ্গে বাগবিতণ্ডায় জরিয়ে যায়। এক পর্যায়ে আব্দুল্লাহ ও তার ছেলের আঘাতে আমি ও আমার দুই ছেলে আহত হই। শুধু তাই নয় আমার ছোট ছেলে হাবিবুর মারাত্মক জখম হয়। তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই বিষয়ে উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিলে শেষ পর্যন্ত মসজিদ কমিটির হস্তক্ষেপের কারণে কোন মামলা হয়নি।

add-content

আরও খবর

পঠিত