নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইউএনওর হস্তক্ষেপে গোপালদী পৌরসভাধীন কলাগাছিয়া এলাকায় একটি বাল্য বিবাহ বন্ধ হয়েছে। ১লা নভেম্বর শুক্রবার বেলা ২টার ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ করে দেওয়া হয়। এ দিকে কনে স্থানীয় আরএস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বর নরসিংদী জেলার মাধবদী এলাকার কাঁঠালিয়া ইউপির চৌগরিয়া এলাকার মোতালিব প্রধানের ছেলে আল-মামুন।
এ বিষয় উপজেলা মহিলা বিষয়ক অফিসার আঞ্জুমান আরা জানান, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী সকাল থেকেই চলছিল সব ধরনের প্রস্তুতি। খবর পেয়ে ইউএনও সোহাগ হোসেন ও অ্যাসিল্যান্ড উজ্জ্বল হোসেন বিয়ে বাড়িতে গিয়ে পুলিশের সহযোগিতায় তা বন্ধ করে দেন। এ সময় কনে, বর ও কনের বাবা ও মাকে আটক করা হয়। পরে স্থানীয় ২নং ওয়ার্ড কাউন্সলর ও স্থানীয় বণিক সমিতির সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কনের বাবা মুচলেকা দিয়ে তিনিসহ অন্যরা ছাড়া পায়।