আড়াইহাজারে ইউএনও এর ফোন থেকে শিক্ষকদের কাছে টাকা দাবি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেনের সরকারি ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছে বিকাশের মাধ্যমে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। এ নিয়ে আড়াইহাজারে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাতে ইউএনও অফিসের সিএ কবির হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি জিডি করেছেন।

ইউএনও মো. সোহাগ হোসেন জানান, শনিবার দিনব্যাপী আড়াইহাজার উপজেলার বিভিন্ন স্কুলে কর্মরত ৭/৮ জন প্রধান শিক্ষকের কাছে তার সরকারি নম্বরটি (০১৭৬৮০৪৭১৯৪) ক্লোন করে ল্যাপটপ দেয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা দাবি করে প্রতারক চক্র। বিষয়টি কয়েকজন প্রধান শিক্ষক তাকে জানালে তিনি ক্লোনের বিষয়টি বুঝতে পারেন।

তিনি আরও জানান, বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানানো হয়েছে। এছাড়াও সবাইকে সতর্ক করার পাশাপাশি টাকা না দেয়ার জন্য বলা হয়েছে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ইউএনও এর সিএ কবির হোসেন বাদী হয়ে থানায় একটি জিডি করেছেন। আমরা প্রতারক চক্রটিকে ধরার চেষ্টা করছি।

add-content

আরও খবর

পঠিত