আড়াইহাজারে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষ, আহত-১৫

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আড়াইহাজারে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আওয়ামীল ও বিএনপির পক্ষে ১৫ জন আহত হয়েছে।  বৃহষ্পতিবার (১৩ ডিসেম্বর) উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ দলীয় নেতা কর্মী নিয়ে নির্বাচনী প্রচারনায় বের হন। একই সময়ে আওয়ামীলীগের লোকজনও নির্বাচনী প্রচারনা শুরু করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সায়েম, মামুন, রাসেল, সাইদুল্লা, আউয়াল, সিফাতসহ ১৫ জন আহত হয়।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত