আড়াইহাজারে অপহরণ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে অপহরণ মামলার আসামি রাতুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার (৮ মার্চ) বিকেলে উপজেলার আর্দশ বাজার কালিবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাতুল উপজেলার বড়বিনাইরচর এলাকার সুরুজ মিয়ার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিউদৌলা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে স্থানীয় আর্দশ বাজার কালিবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় এর আগে আলমগীর নামে অপর এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। এ মামলার অপর আসামি বড়বিনাইরচর এলাকার আফজালের ছেলে সজিব, আনোয়ারের ছেলে আরমান, কাঁঠালিয়াপাড়া এলাকার মোতালিব ছেলে মাজহারুল এখনো পলাতক রয়েছে।

গত ১০ জানুয়ারি প্রভাকরদী এলাকার থেকে চোখ ও মুখ বেঁধে একটি মাইক্রেবাসে করে গার্মেন্টে কর্মী শাহ আলম ও তার শ্যালক আরিফকে অপরহণ করা হয়। শাহ আলম কুমিল্লা জেলার সদর দক্ষিণের লোলবাড়িয়া এলাকার হাফেজ আহম্মেদের ছেলে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

add-content

আরও খবর

পঠিত