আড়াইহাজারে অটোরিকশা খাদে পড়ে ৭ শিক্ষার্থী আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। এরা হলেন, আড়াইহাজার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ত্রিশা, রিমা আক্তার, আঁখি আক্তার ও আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের শিক্ষার্থী আশিকুর রহমান। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

এদের মধ্যে ত্রিশাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সে দক্ষিনপাড়া এলাকার ফজলুল হকের মেয়ে। অন্যরা স্থানীয় বিভিন্ন ফামের্সীতে চিকিৎসা নিয়েছেন।

১৫ মে মঙ্গলবার সকাল ১০টায় আড়াইহাজার-গোপালদী সড়কের স্থানীয় বগাদী মার্কাজ মসজিদের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর বলেন, আহত ত্রিশার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পাঠানো হয়েছে। তার মুখমন্ডলে মারাত্মক আঘাতের চিহৃ রয়েছে। এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।

add-content

আরও খবর

পঠিত