নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে নিহতের গায়ে জিন্সের প্যান্ট ও লাল রং এর শার্ট পরিহিত ছিল। তার বয়স ৩২ থেকে ৩৫ বছর হতে পারে।
রোববার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জের মর্গে প্রেরণ করেছে। উচিৎপুরা ইউপির জাঙ্গালিয়ার চেঙ্গাকান্দি এলাকার আদম আলীর বাড়ির পাশে একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার এসআই রফিদৌলা জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া সনাক্ত করা যায়নি। পরনে লাল রং এর শার্ট ও কালো রং এর জিন্সের প্যান্ট পরিহিত রয়েছে। তার গায়ের রং কালো ও মাথার চুল ছোট।
এসআই আরও জানান, শনিবার রাতে কে কে বা কারা তাকে হত্যা করে লাশটি ফেলে রাখে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।