নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে ডিবির পরিচয়দানকারী দুই নারীসহ পাঁচ নকল ডিবিকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ । শুক্রবার (১৭ মে) রাতে সিদ্ধিরগঞ্জের পাঠানতলী উত্তরপাড়া কবরস্থান এলাকার রমিজউদ্দিন ভিলার তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের ভিজিটিং কার্ড, ডিবি লেখা জ্যাকেট ও ইউনিফর্ম উদ্ধার করা হয়।
আটকরা হলো, হাজীগঞ্জ এম সার্কেস এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে মো.জাহাঙ্গীর হোসেন পায়েল, শহরের জিমখানা এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. সাইফ আহম্মেদ, শহীদ নগর এলাকার শুকুর সরদারের ছেলে মো. সুমন আহম্মেদ, কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার মো.হানিফের মেয়ে মোসা. সাথী ও নেত্রকোনা জেলার কাটলি এলাকার মুনসুর আলীর মেয়ে মোসা. নাজমা আক্তার। শনিবার (১৮ মে) দুপুরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ডিবির এস আই জলিল মাদবর।
ডিবির এসআই জলিল মাদবর আরো জানান, একটি চক্র ডিবি পুলিশ পরিচয় দিয়ে জেলার বিভিন্নস্থানে চাঁদাবাজি করে আসছিলো। শুক্রবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চক্রটি পাঠাতলী উত্তরপাড়া কবরস্থান এলাকার রমিজউদ্দিন ভিলার তৃতীয় তলায় বসে চাঁদাবাজি করার পরিকল্পনা করেছে। এসময় ওই বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।