আসন্ন রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : চলতি বছরে পবিত্র মাহে রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩ই বা ৪ঠা এপ্রিল এ বছর রমজান শুরু হবে। আজ ৮ই মার্চ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন থেকে গণমাধ্যমে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়।

সেহরি ও ইফতারের সময়সূচি প্রসঙ্গে ইফা জানিয়েছে, গত ৫ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৩ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করে। সময়সূচি ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩ই এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর রাত ৪টা ২৭ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৯ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত