আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমা উপলক্ষ্যে লাঙ্গলবন্দে স্নানোৎসব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমা উপলক্ষ্যে ১৯ জুলাই মঙ্গলবার বন্দরের তীর্থস্থান লাঙ্গলবন্দ এলাকায় হিন্দু সম্প্রদায়ের স্নানোৎসব অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৮টা হতে ঢাকা-নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান হতে পূণ্যার্থীরা তাদের উৎসবস্থলে আগমন শুরু করে।

২০ জুলাই বুধবার ভোর ৫টা ১মিনিটে উৎসবের পরিসমাপ্তি ঘটবে। মঙ্গলবার উৎসবস্থল পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারের সিনিয়র এডিশনাল এসপি লিমন রায়, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান, বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হোসনে আরা বীণা, বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, বন্দর ওসি মোঃ হারুন অর রশীদ ও মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব, মাকসুদ হোসেন ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত