খোকা
আশরাফ আলী
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : একটা খোকা আমার দেশে
জন্মেছিলেন বলে
স্বাধীনতার এক পতাকা
উর্বরতায় ফলে।
সফল খোকার সফল ভাষণ
দেশের সর্ব জনে
সবাই শুনে মেনে নিয়ে
যুদ্ধে যায় এক মনে।
নয় মাস ধরে যুদ্ধ করে
আনে স্বাধীনতা
সোনার বর্ণে লেখা যে তাই
আমাদের সেই খোকা।
========================================
ভয়
ভয় ছিলো খুব একাত্তরে
সব মানুষের মনে
বুলেট এসে বুক ফুড়ে যায়
না জানি কোন ক্ষণে।
কখন এসে গ্রেনেড মারে
চেপে ধরে টুটি
কখন এসে মানের উপর
হামলে পড়ে লুটি।
এমন ভয়ে নয় মাস কাটে
দুর্দিনের সে স্মৃতি
আজও ভাসে মনের কোনে
করুন পরিনতি।
========================================
বোয়াল
কাউনে বিলে বৈশা বিলে
খোলসে পুঁটি নাচে
থুথথুড়ে এক ব্যাঙমহাশয়
এসব দেখে বাঁচে।
সেদিন ছিলো বোয়াল ছানার
কইতর মারি বিয়ে
ব্যাঙ পুঁটি আর খোলসে আসে
ছৈ তোলা নাও নিয়ে।
বরের সাথে এসেছিলো
হাবাতে এক বোয়াল
নাও ঢুকিলো তার মুখেতে
সবাই দিলো ফাল।
চিৎপটাং
সঙ সেজে কে পথে হাঁটে
সঙ সেজে কে চলে
শিঙ উচিয়ে মহিষ ছানা
সে কথা যায় বলে।
আসছিলো সে সঙ দেখাতে
যেই দেখিলো শিং
কাঁপাকাঁপি তার শুরু হয়
কাঁপে তিড়িংতিড়িং।
যেই নাড়ালাম একটু মাথা
অমনি সে চিতপটাং
সঙ ছুটেছে সঙ ছুটেছে
ভুলেছে আস্ফটাং।
========================================
তামাশা
বাঘ রূপে এক বিড়াল ছানা
শেয়াল সেজে হাতি
বনের মাঝে করছিলো খুব
সুখের মাতামাতি।
হঠাৎ যখন বাঘ এসে যায়
বিড়াল সাজে মাসি
শেয়ালে কয় আসলে কে
দাড়াও পাশাপাশি।
যেই দেখে সে এলো হাতি
ওমনি দৌড় কষে
গাছে থাকা বানরগুলো
এসব দেখে বসে।