নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমি আল্লাহ কাছে শুকরিয়া করি। শুকরিয়া করি এ জন্য, আমি পুলিশের উপর ভরসা করে রাজনীতি কখনো করি না। আমি সেনা বাহিনীর উপর ভরসা করে রাজনীতি করি না। আমি রাজনীতি করি একমাত্র উপরে আল্লাহ আর নিচে জনগণের উপর ভরসা করে। তিন পুরুষ ধরে রাজনীতি করে আসছি। একদিনে ৫০ টা মামলা খাওয়া মানুষ আমি। সকাল থেকে রাত পর্যন্ত ৫০ টা মামলা খাইছি আমি। যখন ১৯ বছর বয়সে জেল খাটছি তখন, জেলখানায় পাগলা ঘণ্টি পড়ছে। আমি সেই মানুষ। শুক্রবার (১৯ অক্টোবর) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন লামাপাড়া এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফতুল্লা মডেল থানার ওসি শাহ মঞ্জুর কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, এক্স ক্যাডেট জেলা শাখার সভাপতি হাজি মো. সাইফুল আলম।
তিনি বলেন, আমার বাবা ৫ বার জেলে গেছেন ৫ বার ৫ ভাই বোন জন্ম নিছি। আমার ছেলে জন্ম নিছে আমি তখন জেলে ছিলাম। আমার বড় ভাইয়ের ছেলে যখন জন্ম নিছে তখন তিনি তখন বঙ্গবন্ধু হত্যার বিচার দাবিতে ভারতে অবস্থান করছেন। সো এটা আমাদের জন্য নতুন কিছু না বাট আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে কি হবে? আগে না আসলে কিছুই হতো। কিন্তু এবার না আসলে দেশ থাকবে না। ওরা মরন কামড় দেয়ার চেষ্টা করছে।
শামীম ওসমান বলেন, আমারা নরায়ণগঞ্জে ২৭ তারিখ বাংলাদেশকে জানান দিবো, আমরা কত সুশৃঙ্খল ও সুসংগঠিত। সমাজের ভালো কাজ করলে মানুষ উপকৃত হয়। এসমস্ত কাজ আমাদের করা উচিৎ। সমাজকে ভালো করতে হলে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। জনগন ও পুলিশ প্রশাসন একসাথে কাজ করলে খারাপ মানুষ এ সমাজে থাকতে পারবেনা।
আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী ভূইয়া, তোলারাম কলেজের শিক্ষক প্রতিনিধি পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জকিরুল আলম হেলাল, শাহাদাৎ হোসেন সাজনু, জিল্লুর রহমান লিটন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গির আলম, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, আব্দুল মোতালিব মিয়া, আলী আশরাফ প্রমুখ।