আলীরটেকে ডাকাতির ঘটনায় আহত-১৬, মালামাল লুট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচরে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় ১৬ জন আহত হয়েছে। আহতরা সবাই ইট ভাটা ও ট্রলার শ্রমিক। বুধবার  (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টা হতে ১ টা পর্যন্ত ডাকাতি সংঘটিত হয়।

এলাকাবাসী জানান, ডাকাত দল ক্রোকেরচর এলাকার জিবিসি ব্রীক এন্ড কোম্পানী ও ইট ভর্তি ট্রলারে হামলা চালিয়ে ২৩ টি মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা, ২ টি ট্রেপাল ও কাপড় চোপড় নিয়ে যায়।

বাধাঁ দিতে গেলে ইট ভর্তি ট্রলার শ্রমিক আব্দুল্লাহ জাফর আলী, সাইদুল, লেবার সরদার কামাল, শাহীন, নুরা, আতিক, মঞ্জুসহ ১৬জন কে পিটিয়ে গুরুতর জখম করে। এর মধ্যে নুরাসহ ২ জনকে হাসপাতালে নেয়া হয়। ডাকাত দল শ্রমিকদের ১৬ টি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এর আগে দুলাল মিয়ার ইটভাটায় ডাকাত দল প্রথম হানা দিয়ে ইটভাটার শ্রমিক মান্নান মিয়াকে মারধর করে ৩০/৩৫ হাজার টাকা ও ৭ টি মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়।

ডাকাতদের হামলায় আহত মঞ্জু, জাফর আলী, কামাল জানান, আমরা ট্রলারে ইট বোঝাই করে ঘুমিয়ে পড়ি। ভোর হলে ট্রলার ছেড়ে যাব। রাতে সাড়ে ১২ টায় ২ ইঞ্জিন বিশিষ্ট ট্রলার যোগে ১৫/২০ জন ডাকাত অর্তকিত ভাবে হামলা চালায়। নগদ টাকা ও ১৬ টি মোবাইল ফোন নিয়ে যায়। আমাদের পিটিয়ে জখম করে। নুরা সহ ২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার রওশন আলী বলেন, ডাকাতির কথা শুনেছি। আমি ঢাকায় যাচ্ছি, পরে কথা বলবো।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মুঠোঁফোনে ডাকাতির কথা শুনেননি প্রথমে বললেও পরে বলেন এটা মুন্সিগঞ্জের সীমানায় পড়েছে।

add-content

আরও খবর

পঠিত