আলিগঞ্জ ক্লাবের উদ্যোগে তৃতীয় ডিসি গোল্ড কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা  ) : নারায়ণগঞ্জের ঐতিহাসিক আলিগঞ্জ খেলার মাঠে আলিগঞ্জ ক্লাবের উদ্যোগে তৃতীয় ডি সি গোল্ড কাপ টুর্না‌মেন্টর ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগষ্ট বিকাল ৩ ঘটিকার সময় ঐতিহাসিক আলিগঞ্জ খেলার মাঠে আলিগঞ্জ ক্লাবের উদ্যোগে তৃতীয়  ডিসি গোল্ড কাপ টুর্না‌মেন্ট এর ২য় সেমিফাইনাল খেলা আয়োজন করা হয় ।

খেলায় অংশগ্রহণ করেন, পাগলা নয়ামাটি ক্রিয়া শক্র বনাম গোপনগর ক্রিয়া চক্র, নির্দারিত সময়ে খেলা ০/০ ড্র হলে টাইব্রেকারের মাধ্যমে খেলা শেষ হয় টাই: নয়ামটি কে গোপনগর ৩/২ গোলে পরাজিত করে বিযয় গোপনগর দলের গোল কিপার আলামিন ও পরাজিত দলের মো: মাসুকে সেরা খেলোয়াড় হিসাবে ঘোষনা করেন সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সভাপতি আলহাজ্ব কাউছার আহাম্মদ পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের সম্পাদক হাজি নুরুল ইসলাম টুর্না‌মেন্ট কমিটির আহবায়ক হাজি আরিফুল ইসলাম ,সদস্য সচিব মো: শামীম, সহ-সভাপতি মোঃ ফরিদ মিয়া,সদস্য মো: ওয়াসিম সহ ক্লাবের অন্যান নেতৃবৃন্দ । এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মো: হুমায়ুন কবির ,শ্রমিক নেতা ইদ্রিস, মো: রুহুল আমিন ও প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত