আরাফাতে এবার হজের খুতবা দিচ্ছেন না ৭৪ বছর বয়সী সৌদি আরবের গ্র্যান্ড মুফতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননিমাতা লাকা ওয়ালমুলকরবে প্রকম্পিত হবে আজ আরাফাতের আকাশবাতাস

আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর ঘরের মেহমানরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। সারাদিন বসে থেকে ইবাদত করবেন। এর আগে লক্ষ লক্ষ হাজি গাড়িতে বা হেঁটে মিনায় পৌঁছান

আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া হজের অন্যতম ফরজ, তাই অসুস্থ হাজিদেরও অল্প সময়ের জন্য আরাফাতের ময়দানে হাজির করা হবে।

জানা গেছে স্বাস্থ্যগত কারণে ৩৫ বছর পর আরাফাতে এবার হজের খুতবা দিচ্ছেন না ৭৪ বছর বয়সী সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবুদল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ। গ্র্যান্ড মুফতির স্থালাভিষিক্ত হতে পারেন ইমাম মুফতি সালিহ বিন হুমাইদ।

খুতবার পর এই ময়দানেই জোহর আসরের নামাজ আদায় করবেন হাজি সাহেবানরা। সূর্য অস্ত হওয়ার পর মুজদালিফায় গিয়ে মাগরিব এশার নামাজ আদায় করবেন তারা।

মুজদালিফার প্রান্তরে রাতে অবস্থানের সময় শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন সবাই। এরপর সকাল হলে সবাই মিলে এই মুজদালিফায় ফজরের নামাজ আদায় করবেন। তারপর সবাই ফিরে যাবেন মিনায়।

মিনাতে বড় শয়তানকে সাতটি পাথর ছুঁড়ে মারার পর সবাই নিজ নিজ কুরবানি সম্পাদন করবেন। তারপর সবাই নিজের মাথা কামিয়ে নিয়ে গোসল করবেন। এরপর সেলাইবিহীন দুই টুকরা কাপড় ছেড়ে পূর্বের মতো পোশাক পরে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন সাতবার।

সাফা মারওয়ায় সাতবার দৌঁড়ানোর পর আবার মিনায় ফিরে যাবেন সবাই। সেখান থেকে মক্কায়, এরপর সবাই যার যার নিজ দেশে ফেরত যাবেন। তবে যারা হজের আগে মদিনায় যাননি, তারা মদিনায় গিয়ে তাদের কাজ শেষ করবেন

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত