আরজু ভূঁইয়ার পিতার ৫৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( দ্বীন ইসলাম ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়ার পিতা, বৃটিশ শাসন আমলে বৃহত্তর ধামগড় ইউপির দীর্ঘদিনের চেয়ারম্যান, তৎকালীন বৃটিশ ভারত এবং পরবর্তীতে পাকিস্তান আমলের বিশিষ্ট বাঙ্গালী পাট ব্যবসায়ী, এ আর ভূঁইয়া এন্ড কোং ট্রাস্ট (জুট প্রিমিসেস) এর প্রতিষ্ঠাতা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নাজিমউদ্দিন ভূঁইয়া (বিশ^বিদ্যালয়) কলেজের জমিদাতা, নারায়ণগঞ্জের হাজীগঞ্জে বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদনপুর বড় সাহেববাড়ি জামে মসজিদ সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রহমান ভূঁইয়া (এ. আর. ভূঁইয়া) এর ৫৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৯ই ডিসেম্বর বুধবার মদনপুর বড় সাহেববাড়ি জামে মসজিদে কোরআন খতম ও বাদ আসর এক মহতি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়ার উদ্যোগে ও মদনপুর বড় সাহেববাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মাছুম বিল্লাহর পরিচালিত দোয়ায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিয়া, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুরুজ মিয়া, সদস্য মোজাম্মেল হক মুকুল, পিয়ার আলী, সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন ভূঁইয়া, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, শাইরা গার্ডেন হোটেল এন্ড রিসোর্টের পরিচালক ওবায়দুল হক ভূঁইয়া, আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট আল মামুন ভূঁইয়া, মদনপুর ইউপি’র ৮নং ওয়ার্ড মেম্বার ইমন শাফি, মদনপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম প্রধান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল ভূঁইয়া, যুবলীগ নেতা বাপ্পি ভূঁইয়া, নাসিক ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আঃ রশিদ, শ্রমিক নেতা নূর মোহাম্মদ, আঃ সাত্তার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা, স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও মসজিদের মুসল্লীরা উক্ত দোয়ায় অংশ নেন।

add-content

আরও খবর

পঠিত