আরও মার খাবো কিন্তু দোকান বসাবো : র‌হিম মু‌ন্সি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (শহর সংবাদ দাতা) : আমরা গরীব মানুষ। আমদের ঘরে ভাত নাই। তাই আমরা এই আন্দোলনে নেমেছি। গতকালও আমা‌দের উপর হামলা ক‌রে‌ছে। আমাদের মেরে রক্তাক্ত করেছে। প্রয়োজনে আরও মার খাবো কিন্তু দোকান বসাবো। ১৭ ই জানুয়ারী বুধবার দুপুরে নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশকালে এসব কথা বলেন হকার লীগ সভাপ‌তি রহিম মুন্সি।

তিনি হকারদের উদ্যেশ্যে আরও বলেন, আপনারা সকলেই শান্তির্পূণভাবে কাজ করবেন। কোন বিশৃঙ্খলা সৃষ্টি করবেননা। আ‌মি হকার ভাই‌দের অনু‌রোধ কর‌বো আজ বি‌কেল ৫টায় সবাই দোকান খুল‌বেন । আমরা মারামারি করতে আসিনি। আমরা কাজ করে খেতে চাই।

এদিকে সকাল থেকেই বিচ্ছিন্নভাবে থাকা হকাররা জরো হতে শুরু করেছে। এরপর দুপুর ঘনিয়ে আসলে রহিম মুন্সি সবাইকে নিয়ে সমাবেশ করে বক্তব্য রাখেন। এদিকে গতকালের সংঘর্ষের ঘটনায় শহরময় এখনো আতংক বিরাজ করছে। তাই শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে পুলিশের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে সদর থানা ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, আমাদের পুলিশ সদস্যরা তৎপর রয়েছে। আমরা চাই জনগনের শান্তি। আর জনগনের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা দায়িত্বে অটল থাকবো।

add-content

আরও খবর

পঠিত