নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত আল রহমান লিংকন ) : সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আওয়ামী লীগে কোনো ভেদাভেদ নেই। নৌকাকে জিতাতে সবাই ঐক্যদ্ধভাবে কাজ করবেন। আমি সবকিছু ভুলে সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন করবো এবং জয়ী হবো ইনশাল্লাহ। দলীয় মনোনয়ন পাওয়ার পর শুক্রবার রাত সাড়ে ১০ টায় না:গঞ্জ ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগ র্কাযালয়ে তিনি গনমাধ্যমে উল্লেখিত কথাগুলো বলেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সেলিনা হায়াৎ আইভী প্রচণ্ড খুশি। এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েই গণভবনে ছুটে যান সেলিনা হায়াৎ আইভী। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে কৃতজ্ঞতা জানান। তখন তাকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রীও। নৌকার টিকিট দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি তিনি। এদিকে দলীয় মনোনয়ন পাওয়ার খবর প্রচার হওয়া মাত্র শত শত লোক তার বাসায় জড়ো হয়। উল্লাসে কর্মী- সর্মথকরা নারায়ণগঞ্জ শহর ও সিটি করপোরেশন এলাকায় মিছিলও বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন।
ঢাকা থেকে মেয়র আইভী টেলিফোনে জানান, তিনি বাসায় যাওয়ার আগে নগরীর ২নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ অফিসে যাবেন। এ খবর শুনে গভীর রাতেও আওয়ামী লীগ অফিসে নেতাকর্মী ও সর্মথকদের ঢল নামে। আইভী রাতে নারায়ণগঞ্জ পৌঁছেই আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় সেলিনা হায়াৎ আইভী আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি ভীষণ খুশি। আগামী ২২ ডিসেম্বর নগরবাসী প্রধানমন্ত্রীকে জয় উপহার দেবে। প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন সবই ঠিক হয়ে যাবে। আজকে তৃনমূলের সকলেই নেমে এসেছে। ভোটের মাধ্যমেই প্রতিফলন দেখাবো।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই বলেন, দল থেকে আরও একজন মনোনয়ন চাইলেও এ চাওয়া নির্বাচনে প্রভাব ফেলবে না। আমরা সবাই আইভীর পক্ষে সম্মিলিতভাবে কাজ করবো।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি নারায়ণগঞ্জের মেয়র পদের জন্য ডা. সেলিনা হায়াৎ আইভীর নাম প্রস্তাব করেন। এরপরই শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনাও চান নৌকার মাঝি হোক আইভী। পরে বৈঠকে উপস্থিত সব সদস্য সর্বসম্মতভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, আসছে ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। ২০১১ সালে নারায়ণগঞ্জের প্রথম সিটি করপোরেশন নির্বাচনে নিজ দলের সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন আইভী। সেই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান পেয়েছিলেন ৭৮ হাজার ৭০৫ ভোট। আর আইভী পান ১ লাখ ৮০ হাজার ৪৮ ভোট।