নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র তথা সদ্য পদোন্নতি প্রাপ্ত উপমন্ত্রী ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি কোন বাহবা চাইনা আমি শুধু চাই উন্নয়ন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন যে কাজের জন্য সেই কাজ সম্পন্ন করে আমি আমার প্রতিশ্রুতির বস্তবায়ন করতে চাই। সোমবার বিকেল ৪টায় বন্দরের বন্দর শাহী মসজিদ নূরবাগস্থ আল কারিম মাদ্রাসার হলরুমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিটি গর্ভানেন্স প্রকল্পের আওতায় দরিদ্র হৃাসকরণ কর্মসূচী (পিআরএপি)এর শুভ উদ্বোধণ অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র আইভী আরও বলেন, বর্তমান সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার চেষ্টা রয়েছেন। তারই অংশ হিসেবে দরিদ্র হৃাসকরণ কর্মসূচী। এখানে নারীদেরকে কর্মঠ এবং স্বাবলম্ভী হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়ার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস সুলতান আহমেদ,মেয়র এর পিএস আলহাজ্ব সুফিয়ান আহমেদ, ২১নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি কাজী আবদুর রশীদ,যুবলীগ নেতা হিমেল খান,মোঃ পনির ভূইয়া,মাহাবুবু হোসেন.আব্দুল মতিন,মোঃ সেলিম প্রমুখ। পরে মেয়র ২২নং ওয়ার্ডের নির্মাণাধীন বিভিন্ন ড্রেন ও রাস্তার কাজ পরিদর্শণ করেন।