আমি কারে নিয়ে থাকমু, কি নিয়ে বাচঁমু : নিহত জুবাইলের মা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) :  নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জুবাইল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৭ই মার্চ সোমবার দুপুরে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের  পশ্চিম হাজীপুর বাগে জান্নাত জামে মসজিদের পুকুরে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু জুবাইল একই এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে।

আমি কারে নিয়ে থাকমু, কি নিয়ে বাচঁমু এভাবেই একমাত্র সন্তানের জন্য কান্নায় ভেঙ্গে পড়ে কথাগুলো বলছিলেন জুবাইলের মা। এদিকে, একমাত্র সন্তান নিয়ে ৩ মাস পূর্বে ঢাকা জুরাইন থেকে বন্দর পশ্চিম হাজীপুড়ে ভাড়া বাসায় উঠেছিলেন এই দম্পতি। তাছাড়া সকালে বাবার সাথে খাবার খেয়েছিল ছেলেটি, দুপুরে খাবার খেতে এসে শুনেন সেই একমাত্র সন্তান আর নেই।

জানা গেছে, শিশু জুবাইল দুপুরে পশ্চিম হাজীপুর বাগে জান্নাত জামে মসজিদের পুকুরে গোসল করতে আসে। পরে ওই শিশু উল্লেখিত মসজিদের পাঁকা সিড়ি ঘাটলায় দাঁড়িয়ে গোসল করার সময় হাঠাৎ পা ফসকে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে বিকাল ৪টার দিকে পুকুরে মসজিদের মোয়াজ্জিন দেখতে পায় মৃত মানুষের মতো কিছু একটা। পরে মসজিদের মাইকে ঘোষণা করলে এলাকাবাসী এসে তাকে পানি থেকে উদ্ধার করে।

এদিকে, মসজিদের মাইকে ঘোষণা করলে খবর পেয়ে উৎসক জনতাসহ স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে নিহত শিশু পিতা/মাতা ছেলের মৃতদেহ শনাক্ত করে লাশ নিয়ে যায়। পরে ওই দিন বাদ এশা শিশু জুবাইলের জানাযা নামাজ শেষে সোনাকান্দা কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।

add-content

আরও খবর

পঠিত